আপনারা বিজয়ী করেছেন বলেই আমি আজ সমাজকল্যাণমন্ত্রী
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়েজনে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও মন্ত্রীকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
গত শুক্রবার বিকেলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় নূর হোসেন মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডা. দীপু মনি।
এসময় তিনি বলেন, আমার প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো তার মন্ত্রিসভার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি এটি আমার জন্য সৌভাগ্য। বিশ্বের দরবারে যিনি বিশ্ব নেতা মানবতার মা উন্নয়নের রোল মডেল সেই নেত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এটি সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্য হয়েছে আপনাদের কারণে। আপনারা ভোট দিয়ে আমাকে বিজয় করেছেন বলেই আজ আমি সমাজকল্যাণমন্ত্রী হতে পেরেছি।
তিনি আরো বলেন, চিরদিন আপনাদের প্রতি কৃতজ্ঞতা যেমন ছিল ঋণও তেমন আছে। এই ঋণ কখনো শোধ হবার নয়। আমি গত ১৫ বছর চেষ্টা করেছি, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই ঋণ শোধ করার চেষ্টা করেছি। জানি আমি এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। তবুও আমি আমার মেধাশ্রম শক্তি দিয়ে আপনাদের সেবায় কাজ করার চেষ্টা করছি। সামনের দিকেও আমার এই সেবা অব্যাহত থাকবে। আমি সমাজকল্যাণ মন্ত্রণালয় যেহেতু নতুন যেহেতু সবকিছু নতুন করে জানতে হবে শিখতে হবে। এই মন্ত্রণালয়ের কাজ অনেক গুরুত্বপূর্ণ। যার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সমাজের প্রতিটি মানুষ মানবিক মর্যাদা নিয়ে, সুখী শান্তিময় জীবনযাপন করবে। জননেত্রী শেখ হাসিনা তার পিতার সেই স্বপ্নটুকু বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় সেই কাজকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ যেভাবে এগিয়েছে তদ্রুপ এই হাইমচর তেমনভাবে এগিয়েছে। হাইমচর এক সময় অবহেলিত ছিল, এখন নদী বাঁধ ও নানা উন্নয়ন কাজের কারনে মুল্যায়িত হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনে যে ভোট আপনারা দিয়েছেন বৈরী আবহাওয়া না থাকলে হয়তো আরো বেশি ভোট পরতো। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় আপনাদের কাছে কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম খান, ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, সউদ আল নাছের, শাহাদাত হোসেন সবুজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২১ জানুয়ারি, ২০২৪।