হাইমচর ব্যুরো
হাজারো মানুষের অংশগ্রহণে হাইমচর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অ্যাড. মোকলেছুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ১০টায় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম মোকলেছুর রহমানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম মাও. জুলফিকার হাসান মুরাদ।
জানাযায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ন পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্যা বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনর রশীদ গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, হাইমচর কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, দক্ষিণ আলগী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টার, চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, বর্তমান চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়ালসহ রাজনিতীবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের জানাজার আগে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।
উল্লেখ্য, অ্যাড. মোখলেছুর রহমান গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, জামাতা, পুত্রবধূ নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
০৩ জুন, ২০২৩।