হাইমচরে ২ কোটি ২০ লাখ মিটার জালসহ ৯৬ জেলে আটক

নৌ-পুলিশের ২ মাসের অভিযান

সাহেদ হোসেন দিপু
জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য নদীতে সব মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। আর এ নিষিদ্ধ সময়ে হাইমচরের মেঘনায় জাটকা নিধনের অপরাধে অভিযান পরিচালনা করে ২ কোটি ২০ লাখ মিটার জালসহ ৯৬ জন জেলেকে আটক করতে পেরেছে নীলকমল নৌ-পুলিশ।
নীলকমল নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ইলিশ রক্ষায় মেঘনায় অভায়শ্রম চলাকালীন সময়ে জাটকা নিধনকালে ২ কোটি ২০ লাখ মিটার জালসহ ৯৬ জন জেলে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ জেলের জরিমানা করা হয়। বাকি ৮০ জন জেলেদের বিরুদ্ধে ১৫টি নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়। অভিযান চলাকালীন সময়ে ১৮০০ কেজি জাটকা মাছ ও ১৫টি নৌকা জব্দ করা হয়। ১০টি নৌকা পনিতে ডুবিয়ে দেয়া হয়।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসেন সরকার জানান, আমরা ইলিশ বৃদ্ধির লক্ষ্যে জাটকা রক্ষা করার জন্য চেষ্টা করেছি। দুই মাসের অভিযানে আমরা ৯৬ জন অসাধু জেলেকে আটক করতে পেরেছি। ২ কোটিরও বেশি মিটার অবৈধ জালসহ জব্দ করেছি। অসাধু জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ মোবাইল কোর্ট পরিচালনা করার মধ্য দিয়ে দেশীয় সম্পদ রক্ষা করার জন্য আমরা কাজ করেছি।

০১ মে, ২০২৩।