আজ পরিদর্শনে আসছেন ২ সচিবসহ স্কাউটস নেতৃবৃন্দ
সাহেদ হোসেন দিপু
বাংলাদেশ স্কাউট্সের আয়োজনে হাইমচরের চরভাঙ্গায় আগামি ৯ মার্চ ৬ষ্ঠ জাতীয় কমডেকার রোভার স্কাউটস ক্যাম্প ও সমাবেশ উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রোভার স্কাউটসের ক্যাম্প স্থাপন ও প্রস্তুতি উপলক্ষে এলাকা পরিদর্শনে আজ রোববার ২ সচিবসহ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আসছেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, আগামি ৯ মার্চ হাইমচরের আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৬ হাজার রোভার স্কাউটসের অংশগ্রহণে ৬ষ্ঠ জাতীয় কমডেকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। স্কাউটসের এ ক্যাম্পে সার্কভুক্ত দেশের স্কাউটসদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। রোভার স্কাউটস ক্যাম্প ও সমাবেশ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাইমচরে আসার সম্ভাবনা রয়েছে। তারই ধারাবাহিকতায় স্কাউটস ক্যাম্প স্থান পরিদর্শনে আজ রোববার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, ৬ষ্ঠ জাতীয় কমডেকার জাতীয় স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, বাংলাদেশ স্কাউটস) মো. শাহ কামাল, রেলপথ মন্ত্রণালয় সচিব ও ৬ষ্ঠ জাতীয় কমডেকার সাংগঠনিক কমিটির সভাপতি ও জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্ট, বাংলাদেশ স্কাউটস) মো. মোফাজ্জেল হোসেন এবং ৬ষ্ঠ জাতীয় কমডেকার সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস নির্বাহী পরিচালক আরশাদুল মোকাদ্দিসসহ উর্ধ্বতন স্কাউটস কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনে আসছেন।
বেলা ১১টায় হাইমচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬ষ্ঠ জাতীয় কমডেকার সব সাব-কমিটি সমূহের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সচিবসহ স্কাউটসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী জানান, বাংলাদেশ রোভার স্কাউটসের অংশগ্রহণে হাইমচরে স্কাউটস ক্যাম্প ও সমাবেশ উদ্বোধনে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে আসছেন, এজন্য আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাইমচর আগমনের অপেক্ষায় সমগ্র এলাকাবাসী। প্রধানমন্ত্রীর সফর এবং স্কাউটস ক্যাম্প ও সমাবেশ সফল করতে বাংলাদেশ আ’লীগ হাইমচর উপজেলা শাখার পক্ষ থেকে সব প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর এ সফর হাইমচরবাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে। প্রধানমন্ত্রীর আগমনে হাইমচরে অর্থনৈতিক জোনসহ উন্নয়নের মডেল হবে।