হাইমচর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


সাহেদ হোসেন দিপু
হাইমচর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম।
হাইমচর আইডিয়াল স্কুল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের পরিচালক মো. তাজুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাচ্চাদের লেখাপড়া দিকে বেশি চাপ না দিয়ে খেলাধুলার দিকে মনোযোগী করে গড়ে তুলতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারিরিক ও মানষিক গঠনে গুরুত্ব ভূমিকা রাখবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যতের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও ভূমিকা রাখতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জুলেখা শারমিন, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।