হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সভা

ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
……………….. শেখ ফরিদ আহমেদ মানিক

সাহেদ হোসেন দিপু
হাইমচরে উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, বর্তমান এই অবৈধ, ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। আপনাদের সাংগঠনিক কোনো সমস্যা হলে নিজেরা সমাধান করতে চেষ্টা করবেন। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলেই আগামিদিনের দেশনায়ক তারেক রহমানকে দেশে এনে দেশ পরিচালনার সুযোগ দিতে পারবেন। আগামিতে জেলা কমিটি হবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একমত পোষণ করে যাকে কমিটিতে প্রয়োজন ও যোগ্য মনে করবেন, তার পক্ষ হয়ে কাজ করে তাকে বিজয়ী করে দেশে গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলন বেগবান করবেন।
গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় হাইমচর উপজেলা সদর আলগীবাজার আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাও. মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. মো. জাকির হোসেন মৃধা, জেলা ছাত্রদল সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন, হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাসক হারুনুর রশিদ, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কাতয়াল, আজিজুল হক বাবুল, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজি, হাজি জাহিদুল ইসলাম বিপ্লব, জয়নাল আবেদিন মাষ্টার, রতন হাজি, কামাল হোসেন বাচ্চু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আক্তার আহওলাদার, মো. নজির দেওয়ান, উপজেলা বিএনি নেতা সৈয়দ আহমদ গাজি, উপজেলা যুবদল সভাপতি মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয় যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ভুট্টু, ফজলুর রহমান আকাশ, শরীফ হোসেন হাওলাদার, মো. সোলাইমান মিয়া, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. বোরহান উদ্দিন জোটন, সদস্য সচিব মো. জহির মিয়াজি, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ফসলাম আহমেদ আখন, সদস্য সচিব মো. মিলাদ হোসেন মাজি, ওলামা দলের সাধারণ সম্পাদক মাও মো. আলাউদ্দিন আনশারী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা মো. আবু তাহের পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম মহিবুল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসক হারুনুর রশিদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সবুজ হোসেন, সদস্য সচিব মো. আহসান হাবিবসহ জেলা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
০৫ সেপ্টেম্বর, ২০২১।