হাইমচর জনতাবাজার মালিক ও ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা

সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলার জনতাবাজারের নবগঠিত মালিক ও ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাইমচরের জনতাবাজর নবনির্বাচিত মালিক ও ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান হোসেন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ জয়দল হোসেন আখন, ইউপি সদস্য বিল্লাল হোসেন আখন, ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গোলদার, ব্যবসায়ী মাও. আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মাও. আলি আকবর, কাটাখালি হামিদিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাও. মোস্তফা, নীলকমল ওচমানিয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বেনজির আহমেদ, নুরুল হক, জনতা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাধারন সম্পাদ মো. মানজুরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান তপাদার, দপ্তর সম্পাদক মাসুদ মিজি, কোষাদক্ষ মোক্তার হাওলাদার, সদস্য মাসুদ বেপারী, দুলাল ছৈয়াল ও শফিক’র রহমাসহ ব্যবসায়ী, সুধী ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত জনতবাজার মালিক ও ব্যবসায়ী কমিটির সকল সদস্যেদের ফুল দিয়ে বরন শেষে শপথ পাঠ করান মাও. আলি আকবর। আলোচনা শেষে বাজারের আইনশৃংখলা ও সার্বিক উন্নয়নে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।