হাইমচর ব্যুরো
হাইমচর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকেলে হাইমচর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং এসআই মো. পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন (দুলাল) পাটওয়ারী, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আহমেদ দেওয়ান, মো. বাচ্চু ভূঁইয়া, প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য দাদন প্রধানীয়াসহ স্থানীয় লোকজন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানার এসআই সঞ্জিত কুমার, আবু হানিফ, আ. মান্নান, গোলাম আজম, মো. আবুল কালাম, মো. শহিদ, মো. আল আমিন, এএসআই গোলাম খালেক, প্রাণকৃষ্ণ, মোবারক হোসেন, আবু কাশেম, শাহ আলম, কামাল হোসেন, সবুজ, এএসআই পারুল আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও জনতার একাংশ।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমি এখানে আসার পর থেকে কাজ করার জন্য কোন প্রতিবন্ধকতায় পড়তে হয়নি। মা ইলিশ রক্ষায় আমাদের সবার দেশপ্রেম থাকলে তা রক্ষা করা সম্ভব। আপনারা যদি কোন তথ্য পান যেকোনো সময় আমাকে ফোন দিবেন আশা করি আপনাদের ডাকে আমার ফোর্স প্রস্তুত রয়েছে। আইনকে সহযোগিতা করলে যে কোন কঠিন কাজ সহজে সমাধান করা যাবে। আমি আপনাদের সেবা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত আছি।
১২ অক্টোবর, ২০২১।