হাইমচর প্রেসক্লাবের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি

স্টাফ রিপোর্টার
হাইমচর প্রেসক্লাবের বিতর্কিত কমিটি গঠন করাকে কেন্দ্র করে উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। মূলধারার গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা দাবি করছেন- প্রেসক্লাবটি যেন ব্যক্তিগত ও রাজনৈতিক ক্লাবে পরিণত না হয়। এক সাংবাদিকের ইশারা-ঈঙ্গিতে ও রাজনৈতিক মদদে সদস্য বৃদ্ধিসহ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে সিনিয়র নেতৃবৃন্দ ইতোমধ্যেই পদত্যাগ করছেন।
এ নিয়ে হাইমচরের সাংবাদিকদের মাঝে দ্বিধাবিক্ত দেখা দিয়েছে। অগণতান্ত্রিক কমিটি বিলুপ্ত ও প্রকৃত সাংবাদিকদের দিয়ে কমিটি গঠন করা না হলে মূলধারার সাংবাদিকদের নিয়ে বিকল্প প্রেসক্লাব সৃষ্টি হওয়ার গুঞ্জন পাওয়া গেছে।
জানা গেছে, ২০১৯-২১ সালের কার্যনিবাহী কমিটির মেয়াদ শেষ হয় জুন মাসে। মেয়াদ শেষ হওয়ার পরে গত ১ অক্টোবর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। ঐ সাধারণ সভায় প্রেসক্লাব নতুন সদস্য হওয়ার জন্য আবেদনকৃত ১০ জনের মাঝে ৮ জনকে সদস্য করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় গঠনতন্ত্র মোতাবেক দ্রুত ভোটার তালিকা প্রকাশ ও পরবর্তী কার্যনিবাহী কমিটি গঠনের জন্য নির্বাচন নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যনিবাহী কমিটির সভার পরে সভাপতি খুরশিদ আলম শিকদার ক্ষমতার অপব্যহার করে সবার মতামতকে উপেক্ষা করে বিভিন্ন পেশার নতুন ৩৫ জনকে সদস্য করার উদ্যোগ নিলে সাধারণ সম্পাদক আব্দুর রহমান তার পদ হতে পদত্যাগ করেন।
সাধারণ সম্পাদকের পদত্যাগের পর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সদস্য জহিরুল ইসলাম, জাহাঙ্গীর মিজি, সাহেদ হোসেন দিপু, হাসান আল মামুন, শরীফুল ইসলামও পদত্যাগ করেন। পরে তারা গণমাধ্যমকে জানান, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে গত সেপ্টেম্বর সদস্য সংখ্যা ছিলো ২৩ জন। বার্ষিক সাধারণ সভার নতুন ৮ জনসহ সদস্য সংখ্যা দাঁড়ায় ৩১ জনে।
তাদের দাবি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি নিজের ইচ্ছার প্রতিফলন করতে বিভিন্ন পেশার ও রাজনৈতিক কর্মীসহ সদস্য সংখ্যা ৬৩ জন দেখান। যাদের অধিকাংশই সংবাদকর্মী নয় বলে জানান তারা।
পদত্যাগকৃত সিনিয়র নেতৃবৃন্দর দাবি সংবাদিকদের ঐক্যর লক্ষ্য সবাইকে রাজনৈতিক উচ্চাভিলাসসহ পদ-পদীর আকাক্সক্ষা বাদ দিয়ে বৃহত্তর ঐক্য করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ তা মেনে নেবা না। অন্যায়ের প্রতিবাদে মূলধারার সাংবাদিকরা সময়ের প্রয়োজনে প্রেসক্লাবকে ব্যক্তিগত ও রাজনৈতিক ক্লাবের পরিচিতি মুছতে নয়া কমিটি গঠন করলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

০৭ নভেম্বর, ২০২১।