হাইমচর প্রেসক্লাব সভাপতির জানাজায় মানুষের ঢল

আ. রহমান রিয়াদ :
হাইমচর প্রেসক্লাব সভাপতি ও প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশার আর নেই। তিনি গতকাল রোববার সকাল ৮টায় হৃদক্রীয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৪৬ বছর। তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুব আলম বাশারের মৃত্যুর সংবাদ হাইমচরে পৌঁছামাত্র বিদ্যুৎগতিতে পুরো চাঁদপুরে ছড়িয়ে পড়লে সর্বত্র নেমে আসে শোকের ছায়া। তাৎক্ষণিক হাইমচর প্রেসক্লাবে শোকবই খোলা হয়। সেখানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মন্তব্য লিখেন। মরহুমের ১ম জানাজা কর্মস্থল প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের মাঠে, ২য় জানাজা দৈনিক চাঁদপুরজমিন কার্যালয়ের সামনে বাগাদী চৌরাস্তায় ও ৩য় জানাজা বাদ মাগরীব আলগী বাজার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ তার বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে সাবেক প্রধান শিক্ষক এমএ লতিফ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম শফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম শিকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান শিকদার, মরহুমের ভাই আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মো. মোতালেব জমাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজান মিয়া, উপজেলা বিএনপি সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, সরদার আ. জলিল, সালাউদ্দিন সরদার, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, হাইমচর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোফরান হোসেন মাস্টার, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহ ইমরান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, আলগীবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম কোতয়ালসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ। জানাজায় ঈমামতি করেন মাও. মো. আলমগীর হোসেন। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম জানান, সাংবাদিক মাহবুব আলম বাশার গত ২৫ নভেম্বর হাইমচরে ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহ করেন। বিকেলে তিনি হাইমচর কলেজে স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনির অনুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যা ৭টায় হাইমচর প্রেসক্লাবে সংবাদপত্রের কার্যক্রম শেষ করে রাতে চাঁদপুরের বাসার উদ্দেশে রওয়ানা করলে পথিমধ্যে হরিণা ঘাটের কাছে তার বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ছোট ভাই আবুল কালাম আজাদ কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, তার ভাই ঢাকা মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তিনি বলেন, তার ভাইকে নিয়ে তারা ভোর ৫টায় মেডিকেলে পৌঁছলেও ৮টা পর্যন্ত কোন চিকিৎসকের দেখা পাননি। ফলে তার ভাই সাংবাদিক মাহবুব আলম বাশার এক প্রকার বিনা চিকিৎসায়ই মারা যায় বলে তিনি জানান।
হাইমচর উত্তর আলগী গ্রামের মরহুম মৌলবী আ. আজিজ মিয়ার ২য় ছেলে মো. মাহবুব আলম বাশার ছিলেন সর্বদা সদালাপী ও মিষ্টিভাষি। তিনি সবসময় হাইমচরবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করেছিলেন। তিনি মেঘনার ভাঙন প্রতিরোধ ব্যবস্থাগ্রহণে হাইমচরবাসীর দুঃখ নিয়ে অসংখ্য প্রতিবেদন লিখেছেন। তার জীবন ছিল বর্ণাঢ্য ও কণ্ঠ ছিল প্রতিবাদী।