হাইমচর ব্যুরো
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে হাইমচর উপজেলা সদর আলগী বাজার সরকারি হাসপাতাল জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ উন্নয়ন কমিটির আয়োজনে প্রায় দেড় সহস্রাধিক রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বাদ যোহর থেকে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সরকারি হাসপাতাল জামে মসজিদে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সার্বিক সহযোগিতা ও মসজিদের খতিব মাও. মো. জুলফিকার হাসান মুরাদের তত্ত্বাবধানে বদর যুদ্ধের ইতিহাস এবং তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুর রহমান হামিদী।
তিনি বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক এ যুদ্ধের বিজয়ই মদিনার ইসলামি রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। মহান আল্লাহতাআলার বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এ যুদ্ধ সংঘঠিত হয়।
তিনি আরও বলেন, পৃথিবীর যেখানেই পবিত্র ইসলামকে স্বীয় স্বার্থসিদ্ধি বা গোষ্ঠীগত ফায়দা হাসিলের হাতিয়ার বানিয়ে নেয় এবং যখনই ইসলামকে ধর্ম-ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহারের অপপ্রয়াস চালায়, মহান আল্লাহ তাদেরই সমুচিত শিক্ষা দিয়ে থাকেন। এটি যেমন একাত্তরে আমরা প্রত্যক্ষ করেছি ঠিক তেমনি সমসাময়িককালেও দেখতে পাচ্ছি। তাই আমাদের প্রত্যাশা, ঐতিহাসিক বদর যুদ্ধের প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে আমরা নিজেদের চিন্তা ও কর্মের মধ্য দিয়ে শান্তি, কল্যাণ ও মানবতার ধর্ম ইসলামের মহাত্ম ও মূল্যবোধকে উচ্চকিত করে তুলি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মো. মাছুম বিল্লাহ, মসজিদের ইমাম হাফেজ মাও. মো. আবু বকর, তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
২০ এপ্রিল, ২০২২।