হাজীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য, পোশাক ও অনুদান প্রদান


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। এছাড়া সাংসদের আদেশক্রমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এসএম মানিক।
সাংসদের আদেশক্রমে গত রোববার রাতেই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া।
একই দিন দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এবং সাংসদের আদেশক্রমে পোশাক সামগ্রী বিতরণ করেন ওই ইউনিয়নের রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এসএম মানিক।
এ সময় টেলিকনফারেন্সে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
এর আগে গত রোববার দিবাগত রাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কালচোঁ গ্রামের পূর্ব পাড়া (নেছারাবাদ ফাজিল মাদ্রাসার সাথে) বেপারী বাড়িতে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনে বসতঘরসহ ১৮টি ঘর পুড়ে ১২ পরিবার নিঃস্ব হয়ে পড়ে। অগ্নিকা-ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- আ. রশিদ বেপারী, বাবুল বেপারী, নুরুল আমিন বেপারী, মজিবুর রহমান বেপারী, নাজির বেপারী, আবুল হোসেন বেপারী, মনির হোসেন বেপারী, সেলিম বেপারী, রফিকুল ইসলাম বেপারী, জহির বেপারী, হান্নান বেপারী, তাজুল ইসলাম বেপারী ও মফিজুর রহমান বেপারী।