মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুইজন ক্ষুদ্র ব্যবসায়ীকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন এবং অপর ক্ষতিগ্রস্ত দিনমজুর সোলেমান বেপারীকে নতুন ঘর করে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। তিনি গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে ৪ বান ঢেউ টিন ও নগদ ১২ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত তিনজনের মাঝে শুকনো খাবার (চাল, ডাল, তেল, লবণ, বিস্কুট ইত্যাদি) বিতরণ করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই গ্রামের খন্দকার বাড়ির আল-আমিন ও মামুন হোসেন নামের দু’জন ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়ে। আগুনে তাদের দোকানঘর ও মালামাল পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়।
এছাড়া রোববার বিকালে পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের দক্ষিণ রান্ধুনীমুড়া এলাকার মতিন বেপারী বাড়িতে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে সোলেমান বেপারী নামের এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় এই দিনমজুরের। এতে সে নিঃস্ব হয়ে পড়ে।
যার ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে ৪ বান ঢেউ টিন ও নগদ ১২ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত তিনজনের মাঝে শুকনো খাবার (চাল, ডাল, তেল, লবণ ও বিস্কুট ইত্যাদি) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় ক্ষতিগ্রস্ত দিনমজুর সোলেমান বেপারীকে সরকারের পক্ষ নতুন ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম দিপু, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল ইসলাম বেপারীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৩ সেপ্টেম্বর, ২০১৯।