হাজীগঞ্জে অটো চাপা ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পৃথক ঘটনায় উম্মে আয়মান (৫) ও নাজমুল হোসেন (২) নামের দুই শিশু মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা মুক্তিযোদ্ধা সড়কে উম্মে আয়মান অটোরিক্সা চাপায় ও পৌরসভাধীন ধেররা হাজি বাড়ির পুকুরের পানিতে ডুবে নাজমুল হোসেন মারা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আনোয়ারুল আজিম। নিহত শিশু উম্মে আয়মান ওই ইউনিয়নের হাটিলা টঙ্গিরপাড় গ্রামের প্রধানীয়া বাড়ির কবির হোসেনের মেয়ে। সে এ দিন দুপুরে বাড়ির সামনে লাউকরা মুক্তিযোদ্ধা সড়ক পার হতে গিয়ে অটোরিক্সা চাপায় মারা যায়।
নিহতের চাচা আব্দুল কাদের জানান, উম্মে আয়মান বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরই অটোচালক এমরান হোসেন (২৬) পালিয়ে যায়। সে একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়া বাড়ির সোলেমান মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিক্সা ও হাসপাতাল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এদিকে একই দিন দুপুরে পৌরসভাধীন ধেররা গ্রামের হাজী বাড়ীর পুকুরের পানিতে ডুবে নাজমুল হোসেন নামের দুই বছরের এক শিশু মারা যায়। সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় নাজমুল হোসেন। পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, উম্মে আয়মান ও নাজমুল হোসেন নামের দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদকে পাঠানো হয়েছে। পরে নিহত শিশুদের স্ব-স্ব পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে উম্মে আয়মান ও নাজমুল হোসেনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

০৮ অক্টোবর, ২০১৯।