মাদক প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে
……..ডিআইজি মো. আনোয়ার হোসেন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় কাম বাসভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। শনিবার (২৮ নভেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই অফিস কাম বাসভবনের উদ্বোধন করেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. মো. মুশফিকুর রহিম।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, মাদক এমন একটা পর্যায়ে চলে গেছে, শুধুমাত্র ২/৪/১০জনকে আটক করে এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে ঢুকালে এটা বন্ধ হবে না। এজন্য প্রত্যেকের পরিবার, এলাকার জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষকদের সাথে নিয়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে। তাহলে আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।
এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের উদ্দেশ্য একই, শুধু কার্যক্রমের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আর বিট পুলিশিংয়ে প্রত্যেক বিটে একজন করে এসআই থাকবে। তিনি ওই এলাকার সব মামলা দেখভাল করবেন। পাশাপাশি ভালো মানুষ ও খারাপ মানুষকে চিনবেন।
বক্তব্য শেষে তিনি অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় কাম বাসভবন চত্বরে একটি ফলের চারাগাছ রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, সহকারী পুলিশ সুপার (কচুয়া ও শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মান্নানসহ পুলিশ কর্মকর্তারা।
২৯ নভেম্বর, ২০২০।