
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে অবৈধভাবে ভোট দিতে এসে ধরা পড়েছেন মো. মাইনুদ্দিন (২০) ও মো. শাহেদ হোসেন (১৬) নামের দু’জন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা জরিমানা করে। গতকাল সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচনে এদিন দুপুরে মাইনুদ্দিন ও শাহেদ অবৈধভাবে ভোট দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ে। মাইনুদ্দিন একই ইউনিয়নের নাটেহরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং শাহেদ প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ ভোট দিতে আসা মাইনুদ্দিনকে নগদ ৩ হাজার টাকা ও শাহেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাদের এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।
এ সময় র্যাব কুমিল্লা-১১ এর ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
১৫ অক্টোবর, ২০১৯।
