হাজীগঞ্জ ব্যুরো
সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন ইন্সপায়ারেশনের উদ্যোগে হাজীগঞ্জে অর্ধ-শতাধিক পরিবার পেলো উপহার (খাদ্য) সামগ্রী। শনিবার (১৩ নভেম্বর) ঘটনায় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মালম্বী এই অর্ধ-শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, লবন ও পেঁয়াজ) বিতরণ করা হয়।
ইন্সফায়ারেশনের এডমিন সঞ্জিত সাহা ও হাসান সরোয়ার মামুর, মডারেটর মমতাজ আক্তার লিপি, হৃদয় কুমার, মিনহাজ উদ্দন. এনির হোসেন, সাঈফ ও হামিমের সার্বিক ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন ইন্সফায়ারেশনের সদস্য অপু রহমানসহ সদস্যবৃন্দ।
হাজীগঞ্জ বাজারস্থ রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় উপহার সামগ্রী বিতরণকালে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. প্রাণ কৃষ্ণ সাহা, পৌর সাধারণ সম্পাদক শ্যামল সাহা, জেলা হিন্দু যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক বাসু দেব, সদস্য শ্যামল শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
১৪ নভেম্বর, ২০২১।