হাজীগঞ্জে আগুনে নিঃস্ব ২ ক্ষুদ্র ব্যবসায়ী

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে নিঃস্ব হয়েছে ২ ক্ষুদ্র ব্যবসায়ী। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে দোকানঘর ও মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঐ ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের খন্দকার বাড়ির আল-আমিন ও মামুন হোসেন।
প্রত্যক্ষদর্শী বাসিন্দা খন্দকার রাকিব ও জুয়েল বলেন, এ দিন মধ্যরাতে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে দু’টি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই যায়।
ক্ষতিগ্রস্ত আল-আমিন ও মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেলো। এখন পরিবার-পরিজন নিয়ে কিভাবে চলবো, কি করে জীবিকা নির্বাহ করবো- বলে তারা কান্না শুরু করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা করেছে।
০১ সেপ্টেম্বর, ২০১৯।