হাজীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

রাস্তা অপ্রশস্ততায় বাড়িতে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে প্রবাসীর আধাপাকা বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া গ্রামের ইদ্রিস বেপারি বাড়ির জাহাঙ্গীর হোসেনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর রাতে হঠাৎ করে প্রবাসী জাহাঙ্গীর হোসেনের বসতঘরে আগুন জ্বলতে দেখে পরিবারের লোকজন ডাক-চিৎকার দেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখার কাছে স্থানীয়রা অসহায় হয়ে পড়ে।
পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে। কিন্তু রাস্তার অপ্রস্ততার কারণে তারা অগ্নিকান্ডস্থলে ঢুকতে পারেনি। পরে ভিন্ন উপায়ে আগুন নিভানো চেষ্টা করে। ততোক্ষণে জাহাঙ্গীর হোসেনের একটি আধাপাকা বসতঘর, ঘরের সাথে একটি বারান্দা ও রান্নাঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর হোসেনের ছেলে রিপন হোসেন জানান, পুড়ে যাওয়া তিনটি ঘরের মধ্যে ৬ মাস আগে আধাপাকা বসতঘরটি নির্মান করা হয়েছিল। এখন ঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, তৈজসপত্র ও জরুরি কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০/২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে গন্ধর্ব্যপুর উত্তর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল বলেন, ঘটনাটি ভোর রাতেই শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা নিব।

১০ নভেম্বর, ২০২২।