হাজীগঞ্জে উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিকরা উন্নয়নমূলক সম্ভবনাময় সব কাজে প্রশাসনকে আগের মতো সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য গাজী সালাউদ্দিন (সাপ্তাহিক মানবসমাজ), খালেকুজ্জামান শামীম (যুগান্তর, দৈনিক চাঁদপুর দিগন্ত), হাছান মাহমুদ (মানবজমিন), কামাল হোসেন (সমকাল, আমার কণ্ঠ), মহিউদ্দিন আল আজাদ (বাংলাদেশের খবর, সাপ্তাহিক হাজীগঞ্জ)।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান টুটুল (কালের কণ্ঠ, চাঁদপুর কণ্ঠ), এনায়েত মজুমদার (যায়যায় দিন, আজকের দেশকণ্ঠ), মোহাম্মদ হাবীব উল্যাহ্ (ইলশেপাড়, ডেইলি অবজারভার), খন্দকার আরিফ (মানবকণ্ঠ, চাঁদপুর বার্তা), কবির আহমেদ (আলোকিত বাংলাদেশ), পাপ্পু মাহমুদ (দেশ রুপান্তর), এস.এম মিরাজ মুন্সী (চাঁদপুর দর্পণ), জহিরুল ইসলাম জয় (আজকের পত্রিকা, চাঁদপুর প্রবাহ), সাইফুল ইসলাম সিফাত (বাংলাদেশের আলো, সকলের কণ্ঠ) প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্য শাখাওয়াত হোসেন শামীম (ইত্তেফাক, চাঁদপুর প্রতিদিন) সাইফুল ইসলাম (সুদীপ্ত চাঁদপুর), গাজী মহিন উদ্দিন (চাঁদপুর প্রবাহ), হুমায়ুন কবির (চাঁদপুর সময়) সহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল নবাগত ইউএনও মো. রাশেদুল ইসলাম যোগদান করেন। তিনি ইউএনও মোমেনা আক্তারের স্থলাভিষিক্ত হন।

১২ এপ্রিল, ২০২২।