হাজীগঞ্জে ‘ওয়ান ডে, ওয়ান ওয়ার্ড’ ইংরেজি শিখন কার্যক্রমের উদ্বোধন

ভীতি দূর করতে সমাপনী পরীক্ষা
———যুগ্ম সচিব নেছার আহমেদ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও এসডিজি-৪ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও ‘ওয়ান ডে, ওয়ান ওয়ার্ড’ ইংরেজি শিখন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) নেছার আহমেদ জেলাব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নেছার আহমেদ বলেন, শিশু শিক্ষার্থীদের ভীতি দূর করার জন্যই সমাপনী পরীক্ষা নেয়া হচ্ছে। আজকের শিশু, আগামি দিনের ভবিষ্যৎ। আগামি দিনের উন্নত বাংলাদেশ গঠনে এই শিশুদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। সেজন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, এসডিজির চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকার প্রাথমিক শিক্ষকদের প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহণ করেছে। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। ১৭ হাজার শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হবে। ৫১ হাজার বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম ও ডিজিটাল ক্লাসরুমের প্রকল্প বাস্তবায়নধীন।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নেছার আহমেদ বলেন, একজন শিক্ষক পারে সমাজকে পরিবর্তন করতে। শুধু আন্তরিকতার প্রয়োজন। চাকরিকে চাকরি হিসেবে নয়, সেবা ও ইবাদত হিসেবে নিয়ে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকদের পাশাপাশি সবচেয়ে বেশি গুরু দায়িত্ব পালন করবেন অভিভাবক। আপনারা নিয়মিত বিদ্যালয়ের খোঁজ-খবর নিবেন। প্রতিদিন সন্তানকে পরিপাটি করে বিদ্যালয়ে পাঠাবেন। বিদ্যালয়ে পড়ালেখাসহ বাড়ির কাজ আদায় করবেন।
কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন, আলীগঞ্জ পিটিআই’র সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক এমএম সাইদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী বজলুর রহমান বাবলু, দ্বাদশগ্রাম ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় উপদেষ্টা সরদার আবুল বাসার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল সরকার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক তপাদার, অভিভাবকদের পক্ষে সালমা ইসলাম, পূর্ণিমা রানী চৌধুরী, শিক্ষার্থীদের পক্ষে মো. যোবায়ের রহমান। কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী নাহিদুল ইসলাম।
কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।