মোহাম্মদ হাবীব উল্যাহ্
শৈতপ্রবাহের দেশের বিভিন্ন জেলার পাশাপাশি হাজীগঞ্জেও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু। এর মধ্যে সূর্যের তেমন একটা দেখা ছিল না। পাশাপাশি বৃষ্টির মতো কুয়াশাও পড়েছিল। এতে কষ্ট বেড়েছিল খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।
এর মধ্যে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে থাকা ভাসমান লোকজন ও রেলস্টেশনের পাশে বসবাসকারী বেদে পল্লীর পরিবারগুলো সারাদিনের কাজের ক্লান্তির পর পলিথিনে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারী পোশাক বা শীতবস্ত্র।
তাই, তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। গত শুক্রবার দিবাগত রাতে তিনি বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ভাসমান লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।
একই সময়ে তিনি রেলস্টেশনের পাশে বসবাসকারী বেদে পল্লীর অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় এবং তাদের মাঝে কম্বল বিতরণ করেন। আবার অনেকের গায়ে তিনি নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। এ সময় উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুনুর রশিদ ও সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফারুক রেজা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, শৈতপ্রবাহের ফলে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।
০৫ জানুয়ারি, ২০২৫।