
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপ-নির্বাচন সম্পন্ন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে উপ-নির্বাচনে কাজী দুলাল ডালিম প্রতীকে ৮শ’ ১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান। এর আগে এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ করা হয়।
কাজী দুলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৪৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরাদ হোসেন মিরন কাজী উটপাখি প্রতীকে পেয়েছেন ৫শ’ ৫৮ ভোট। এছাড়া জাহাঙ্গীর হোসেন ব্রিজ প্রতীকে পেয়েছেন ৪শ’ ২৪ ভোট, জহির আহমেদ টেবিল ল্যাম্প প্রতীকে ৩শ’ ৮১ ভোট এবং হানিফ ভূঁইয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১শ’ ৭৭ ভোট।
নির্বাচনে দু’টি কেন্দ্রে (পুরুষ ও নারী) ৩ হাজার ৬শ’ ৪৫ ভোটের মধ্যে ২ হাজার ৪শ’ ১ ভোট কাস্ট হয়। এর মধ্যে ২ হাজার ৩শ’ ৪১ ভোট বৈধ ও ৬০ ভোট বাতিল হয়েছে। ভোটের হার শতকরা ৬৫.৮৭ ভাগ। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এর মধ্যে পুরুষ ভোটারের উপস্থিতি শতকরা ৬৩.৭৫ ভাগ এবং নারী ভোটারের উপস্থিতি শতকরা ৬৮.০৯ ভাগ।
পুরুষ কেন্দ্রে ১ হাজার ৮শ’ ৬২ ভোটের মধ্যে ১ হাজার ১শ’ ৮৭ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ১ হাজার ১শ’ ৭২ ভোট বৈধ ও ১৫ ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের মধ্যে কাজী দুলাল ডালিম প্রতীকে পেয়েছেন ৪শ’ ৪৩ ভোট, মুরাদ হোসেন মিরন কাজী উটপাখি প্রতীকে ২শ’ ৪৮ ভোট, জাহাঙ্গীর হোসেন ব্রিজ প্রতীকে পেয়েছেন ২শ’ ২৪ ভোট, জহির আহমেদ টেবিল ল্যাম্প প্রতীকে ১শ’ ৭০ ভোট এবং হানিফ ভুইয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট।
নারী কেন্দ্রে ১ হাজার ৭শ’ ৮৩ ভোটের মধ্যে ১ হাজার ২শ’ ১৪ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ১ হাজার ১শ’ ৬৯ ভোট বৈধ ও ৪৫ ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের মধ্যে কাজী দুলাল ডালিম প্রতীকে পেয়েছেন ৩শ’ ৫৮ ভোট, মুরাদ হোসেন মিরন কাজী উটপাখি প্রতীকে ৩শ’ ১০ ভোট, জাহাঙ্গীর হোসেন ব্রিজ প্রতীকে পেয়েছেন ২শ’ ভোট, জহির আহমেদ টেবিল ল্যাম্প প্রতীকে ২শ’ ১১ ভোট এবং হানিফ ভুইয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৯০ ভোট।
নির্বাচন পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেনসহ প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ করেন স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ৩১ মার্চ পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম (৫৫) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। যা পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২০ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুর রউফ মিয়া এ কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন। গত ২৩ জুন এ পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা)।
এরপর ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে গত ২ জুলাই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান। যা গতকাল সোমবার ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
৩০ জুলাই, ২০১৯।