হাছান মাহমুদ :
গত ২৮ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশে ছাত্রলীগ, পুলিশ ও যুবদলের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ৭ যুবদল কর্মীকে আটক করে। পরে ছাত্রদল কর্মী সবুজ বাদী হয়ে যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মীদের আসামি করে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলায় আটক দেখিয়ে ৭ যুবদল নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত শুক্রবার চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে নিয়ে প্রথমে জেলহাজতে গিয়ে আটক নেতাকর্মীদের খোঁজ-খবর নেন। এরপর উপজেলার বাড্ডা হাজি বাড়ির হান্নান, মকিমাবাদ গ্রামের টগর ও রান্ধুনীমুড়া গ্রামের রাজুর বাড়িতে গিয়ে তাদের মা-বাবা ও পরিবারের সদস্যদের সান্ত¦না প্রদান করেন। সাথে কিছু আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, পৌর বিএনপির আহ্বায়ক আবদুর রহমান মিয়াজী, সদস্য সচিব নাদিম উল্যাহ নাদিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন সাবু, সাধারণ সম্পাদক রাসেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন যুবনেতা জুলহাস চৌধুরী, গিয়াস উদ্দিন, মো. শরীফ হোসেনসহ নেতাকর্মীরা।
- Home
- প্রথম পাতা
- হাজীগঞ্জে কারাবন্দী যুবদল কর্মীদের খোঁজ-খবর নিলেন ইঞ্জি. মমিনুল হক