মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে খড়ের স্তূপের অগ্নিকান্ডের ঘটনায় মিজানুর রহমান ও তার দুই ছেলেকে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে উপজেলার ৬নং বড়কুল পশ্চিম ইউনিয়নের স্থানীয় মধ্য বড়কুল গ্রামের মুসলিম বেপারী বাড়ির আবদুর রহমানের খড়ের স্তূপে।
এ ঘটনায় আবদুর রহমান ওই গ্রামের আমির হোসেন বেপারী বাড়ির মৃত ছেফায়েত উল্যাহ্ ছেলে মিজানুর রহমান (৪৮) ও তার ছেলে মো. রাজিব (২১) ও রাকিব (১৮) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আবদুর রহমান মিয়াজী সাথে বিবাদী মিজানুর রহমানের সম্পত্তিগত বিরোধ রয়েছে। গত ৭ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে তার খড়ের স্তূপে কে বা কারা আগুন দিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করে। পূর্ব বিরোধের জের ধরে বিবাদীপক্ষ অগ্নিকা- ঘটাতে পারে বলে তিনি উল্লেখ করে থানায় অভিযোগ করেন।
বিবাদী মিজানুর রহমান সম্পত্তিগত বিরোধের কথা স্বীকার করে বলেন, গ্রামের মানুষ এমনকি আবদুর রহমানের বাড়ির সবাই জানে, বাদীর বাড়ির দু’টি শিশু খেলার ছলে খড়ের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আমি ও আমার পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আবদুর রহমান।
বাদী আবদুর রহমান ও সম্পত্তিগত বিরোধের কথা স্বীকার করে বলেন, খড়ের স্তূপে আগুন দিতে আমি দেখি নাই। তবে আমি ধারণা করছি বিবাদী পক্ষ আগুন দিয়েছে, তাই থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা থানা উপ-পরিদর্শক সামছুজ্জামান বলেন, বাদী ধারনাবশত তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা জানা যাবে।