মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে গাড়ি চাপায় আনুমানিক ৪০/৪২ বছরের অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
জানা গেছে, এ দিন রাত আনুমানিক ৮টার দিকে ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুর্ঘটনার সময় সড়কের আশে-পাশে লোকজন না থাকায় ঘাতক পরিবহনকে চিহ্নিত করা যায়নি।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তিকে গত কয়েকদিন ধরে এই এলাকায় দেখা গেছে। তিনি উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করেছেন। বেশভূষা অসংলগ্ন (পাগল) ছিলো।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ি চাপায় যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, নিহতের মরদেহের ছবি সংশ্লিষ্ট বিভাগসমূহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া হয়েছে। যদি কেউ নিহতের পরিচয় পেয়ে থাকেন, তাহলে থানায় অথবা ০১৭১৩-৩৭৩৭১৩ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।