হাজীগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
উপজেলা মুক্তিযোদ্ধা যাদুঘরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ূয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক মজুমদার পরান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, নতুনেরডাক সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, সফল আত্মকর্মী মো. শাহ্ আলম, মো. সোহেল হোসাঈন, যুবক আয়েশা বিনতে কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মমিনুল হক বকাউল। কোরআন তেলওয়াত করেন মো. বিল্লাল হোসেন, গীতা পাঠ করেন নয়নমনি। বক্তব্য শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সফল যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুলসহ যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, যুবকরাই একটি দেশের উন্নয়নের হাতিয়ার। এখন সময় যুবকদের, এখন সময় বাংলাদেশের। দেশে যুবক শ্রেণির অর্ধেক রয়েছে বেকার। এই বেকারদের হাত কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে। কারণ, যুবকদের একাংশ বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার বেকার যুবকদের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। যে কর্মসূচিতে প্রশিক্ষণ ও ঋণ বিতরণ করা হয়ে থাকে। এ ছাড়াও ন্যাশনাল কর্মসূচির আওতায় প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা করেছে। সরকারের এসব সুযোগ গ্রহণ করার পাশাপাশি আমাদের নিজেদের কর্মোদ্দমী হতে হবে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে কর্মক্ষম হতে হবে।