হাজীগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৩১

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
সারা দেশের মতো হাজীগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষার বাংলা প্রথম পত্র শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তার মধ্যে জেএসসি ৮৯ জন, জেডিসি ৩৪ জন ও ভোকেশনাল ৮ জন পরীক্ষার্থী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে জেএসসি- ৭, জেডিসি- ৩ ও ভোকেশনাল- ১টি কেন্দ্র। জেএসসি ৭ টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৫,৪৫৬ জন। যার মধ্যে ৮৯ জন অনুপস্থিত। এই ৮৯ জনের মধ্যে ৪১ জন ছাত্র ও ৪৮ জন ছাত্রী রয়েছে।
জেডিসি ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১,৩৬০ জন। যার মধ্যে ৩৪ জন অনুপস্থিত। এই ৩৪ জনের মধ্যে ১৫ জন ছাত্র ও ১৯ জন ছাত্রী রয়েছে। এ ছাড়াও ১টি কেন্দ্রে নবম শ্রেণি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন অনুপস্থিত। যার মধ্যে ৭ জন ছাত্র ও ১ জন ছাত্রী রয়েছে।
কোন অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রথম দিনের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ূয়া কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুপস্থিতির বিষয় খতিয়ে দেখা হবে।