মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ট্রাক চাপায় মো. হারুন অর রশিদ ওরফে ডা. হারুন চৌধুরী (৬৫) নামের একজন পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের চৌধুরী বাড়ির মৃত আব্দুল কাদের চৌধুরীর ছেলে।
নিহত ডা. হারুন চৌধুরী বেলচোঁ উত্তর বাজারে পল্লী ক্লিনিক নামের একটি ফার্মেসীর স্বত্বাধিকারী। তিনি দীর্ঘ ৪০ বছর যাবৎ ওই ফার্মেসীতে স্থানীয় ও এলাকার আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন।
জানা গেছে, বেলচোঁ মধ্য বাজারে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ডা. হারুন চৌধুরীকে চাপা দেয়। এ সময় তার পেটের নাড়ি-ভূড়ি বের হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা-নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর-পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে ঘাতক ট্রাকটিকে আটক করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট করেন এবং মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে মো. হারুন অর রশিদ চৌধুরীর মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত পল্লী চিকিৎসকের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থাগ্রহণ করবো। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি বলে তিনি জানান।
১ আগস্ট, ২০১৯।