হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে লাকসাম-চাঁদপুর রেলওয়ে সড়কের হাজীগঞ্জ রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার বিকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাতে হাজীগঞ্জ এলাকায় অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তার শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পরে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেন। পরবর্তীতে ওই দিন রাতেই রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়।
চাঁদপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ বলেন, এ ঘটনায় হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীল বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।