হাজীগঞ্জে ডাকাতিয়ায় পাওয়া গেল নবজাতকের লাশ


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে পাওয়া গেলো এক নবজাতক শিশুর মরদেহ। গতকাল সোমবার রাতে বলাখালা-নাটেহার ব্রিজের নিচে ডাকাতিয়া নদী থেকে এ নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
জানা গেছে, এ দিন রাতে নবজাতক শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ সময় কয়েক শতাধিক উৎসুক জনতার ভিড় জমে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, ধারণা করা হচ্ছে নবজাতকের মরদেহটি দু’একদিন আগের। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

১৭ সেপ্টেম্বর, ২০১৯।