
স্থানীয়ভাবে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়ায় আতঙ্ক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
ডেঙ্গু আক্রান্তে মারা গেলেন হাজীগঞ্জের মনোয়ারা বেগম নামের ৭৫ বছরের এক বৃদ্ধা। গত মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং এ দিন রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মনোয়ারা বেগম উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আবদুল হাইয়ের স্ত্রী। তিনি ৫ মেয়ে ও ৪ ছেলে সন্তানের জননী। গত সপ্তাহে তিনি হঠাৎ করে অসুস্থ হওয়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার রক্তের সিবিসি ও প্লাটিলেট পরীক্ষা করা হয়।
পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ বুঝতে পেরে মনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার পরিবারের লোকজন মনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে এই প্রথম উপজেলা পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ায় ওই এলাকার লোকজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলমগীর হোসেন (২৮) ও নাজির হোসেন (১৭) নামের দুই জনকে ডেঙ্গু রোগী হিসেবে চিহ্নিত করা হয়। যদিও তারা ঢাকা থেকে জ¦র নিয়ে এলাকায় এসেছেন। পরর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়।
আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, ঘর ও বাড়ির আশে পাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু এখন বর্ষাকাল। চারপাশে ডোবা, নালা, পুকুর, খাল-বিল ভর্তি পানি। সেহেতু নিয়মিত মশারি ব্যবহার এবং প্রয়োজনে এন্টিমশক ক্রীম বা লোশন ব্যবহার করতে হবে। কেউ বা কোন ব্যক্তি জ¦রাক্রান্ত বা অসুস্থ হলে, নিবন্ধিত (এমবিবিএস) চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।
০৮ আগস্ট, ২০১৯।