হাজীগঞ্জে দু’টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন


স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে কমিউনিটি ক্লিনিক……..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নির্মিত দু’টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। গতকাল সোমবার দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজীগঞ্জ সদর ইউনিয়নের অলিপুর ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা খালপাড়ে নির্মিত এ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, গ্রামাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কমিউনিটি ক্লিনিক। অথচ তৎকালীন সরকার এ ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো পূনরায় চালু করেন। যার ফলে প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের প্রাথমিক স্বাস্থ্যসেবা স্থানীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়নসহ পর্যাপ্ত পরিমানে ঔষুধসহ প্রাথমিকভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করছে সরকার। একসময় লোকজন সাধারণ রোগ-ব্যাধির ক্ষেত্রে উপজেলা সদর বা বেসরকারি ক্লিনিকে ছুটে আসতেন। এতে তাদের অর্থ ও সময়ের অপচয় হতো। কিন্তু কমিউনিটি ক্লিনিক চালু হওয়ার ফলে মানুষ স্থানীয়ভাবে এখন চিকিৎসা নিতে পারছেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা অধ্যাপক একেএম ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আনোয়ারুল আজিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাংগঠনিক সম্পাদক হাজি জসিম, ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুর রহমান মীর, মো. জাকির হোসেন লিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

০৮ অক্টোবর, ২০১৯।