হাজীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আসামি সাখাওয়াত হোসেন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব ফরাজী বাড়ির আব্দুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে একই এলাকার ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ রয়েছে।
ধর্ষণের শিকার ঐ ছাত্রীর বড় ভাই ৩ জনকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ থানায় একটি মামলা (নং-৫) দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- সাখাওয়াত হোসেনের বড় ভাই মীর হোসেন (২৬) ও বাবা আব্দুল লতিফ (৫০)।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীর মেডিকেল সম্পন্ন এবং শনিবার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।

৪ আগস্ট, ২০১৯।