হাজীগঞ্জে নাতির কিল-ঘুষিতে দাদার মৃত্যু!

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নাতির কিল-ঘুষিতে মো. আবুল কালাম মিজি (৭০) নামের এক বৃদ্ধ দাদার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে পৌরসভাধীন টোরাগড় ৭নং ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় থানায় হত্যা একটি মামলা দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে ফয়সাল হোসেন।
এর আগে সোমবার সকালে বাড়ির সম্পর্কের নাতি মোস্তফা মিজির ছেলে রাকিবের (২৪) কিল-ঘুষির আঘাতে বৃদ্ধ আবুল কালাম মিয়াজীর মৃত্যু হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নিহতের পরিবার। আবুল কালাম ওই বাড়ির মৃত লোফতে আলী মিজির ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রশিদ। এদিকে ঘটনার পরই অভিযুক্ত পরিবারের লোকজন পালিয়ে যায়।
নিহতের স্ত্রী হাজেরা বেগম (৬৩) জানান, সোমবার সকালে নির্মাণাধীন ভবনের পাথর ভাঙাকালীন সময়ে আনোয়ারের স্ত্রী সূর্যবানু (৫০), ছেলে সোহাগ (২০), মোস্তফা মিজির ছেলে রাকিব (২৪) ও দুলালের ছেলে নাজমুল (২০) বাঁধা দেয় এবং গালমন্দ করে। তখন আমার স্বামী (আবুল কালাম মিজি) গালমন্দ না করে কোন অভিযোগ থাকলে পৌরসভায় জানানোর কথা বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ও নাজমুল আমার স্বামীর দিকে তেড়ে যায় এবং রাকিব তার শার্টের কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ব্যাংক কর্মকর্তা ফয়সাল হোসেন, বাবা হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, নির্মাণাধীন ভবনের কাজ নিয়ে পার্শ্ববর্তী ভবনের মালিক দুলাল মিজি, মোস্তফা মিজি ও আনোয়ারের পরিবার বিভিন্ন অজুহাতে আমাদের গালমন্দসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
এ নিয়ে পৌরসভায় সালিস বৈঠক পর্যন্ত হয়েছে এবং এমনকি তাদের বাঁধার কারণে গত এক মাস ভবন নির্মাণ কাজ বন্ধ ছিলো। সবশেষে আজ বাবাকে তারা মেরেই ফেললো বলে তিনি হাউ-মাউ করে কেঁদে উঠেন। তিনি বলেন, এ বিষয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হবে। এ দিকে অভিযুক্ত পরিবার লোকজন পলাতক থাকায় তাদের পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।