পৃথক পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নারীসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত পৃথক পৃথক অভিযানে এবং বিভিন্ন স্থান থেকে মোট ১৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি।
আটকদের মধ্যে উপজেলা অন্যতম বড় মাদককারবারী বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জাকির হোসেন (৪০) ও পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী কাজলী বেগম (৪৮) রয়েছে। অপর দুই মাদককারবারী হলেন- পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মাইজের বাড়ির মৃত রহিমের ছেলে মো. কাউছার আলম (২৫) ও বাকিলা গ্রামের সর্দার বাড়ির মৃত শের আলীর ছেলে ইকবাল হোসেন গাজী (২৭)।
থানা সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভা ও বাকিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক-পৃথক মাদক বিরোধী অভিযানে মাদক কারবারী জাকিরের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, কাউছার আলমের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ইকবাল গাজীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এছাড়া কাজলী বেগমের কাছ থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এবং তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা জামিনে জেল থেকে ছাড়া পেয়ে, পূনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
নিউজের সাথে ছবি – ০৫
৭ জুলাই, ২০১৯।