হাজীগঞ্জে নারী জ্বীন কবিরাজ আটক


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জ্বীন কবিরাজ নামক খ্যাত মারজানা বেগম (৪০) নামের এক নারী কবিরাজকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের স্থানীয় হরিপুর গ্রামের বাগ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মফিজুর রহমানের স্ত্রী।
এদিন বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন ওই বাড়িতে উপস্থিত হয়ে প্রতারণার অভিযোগে জ্বীন কবিরাজ খ্যাত মারজানা কবিরাজকে আটক করেন।
জানা গেছে, মারজানা কবিরাজ দীর্ঘদিন ধরে নারী জ্বীনের সহযোগিতা নিয়ে চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। তিনি হাওয়া নামক নারী জ্বীনসহ অন্যান্য জ্বীন নারীদের সহায়তায় তেল পড়া, পানি পড়াসহ বিভিন্ন খাবারে ঝাঁড়-ফুঁকসহ তাবিজ-তুমার দিয়ে টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেন।
এছাড়া তিনি ক্রনিক মাথা ব্যথা, সন্তান না হওয়া, চুরি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার, বেপরোয়া স্বামী বশীকরণ, জমি সংক্রান্ত সমস্যা, দাম্পত্য কলহ ইত্যাদি প্রায় সব জটিল ও কঠিন রোগ এবং বিভিন্ন সমস্যা সমাধানের নামে মানুষের সাথে প্রতারণা করছেন।
প্রতিনিয়ত তার কাছে ১৫০ থেকে ২০০ শিক্ষিত-অশিক্ষিত নারী-পুরুষ সেবা নিতেন বলে জানা যায়। যারা সেবা নিতেন, তারা আসার সময় জীনের জন্য বিভিন্ন উপঢৌকন (উপহার) নিয়ে আসতেন। যা জ্বীনের নামে মারাজানা বেগম ও তার পরিবারই ভোগ করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, আটক মারজানা বছরের পর বছর চাঁদপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহের সহজ সরল, শিক্ষিত, অশিক্ষিত, হিন্দু-মুসলমান নারীদের কবিরাজির চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

২৮ জুলাই, ২০১৯।