হাজীগঞ্জে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জে নির্বাচনী প্রচার (ব্যানার, ফেস্টুন ও পোস্টার) সামগ্রী অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ হয়।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী গত রোববারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রচার সামগ্রী না সরালে সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থান থেকে এ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। অপসারণ কাজে সহযোগিতা করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন।
এ দিন সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউল ইসলাম চৌধুরী হাজীগঞ্জ বাজার থেকে শুরু করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররা বাজার, বলাখাল বাজার, কৈয়ারপুর বাজার, কৈয়ারপুর রেললাইন সংলগ্ন এলাকা ও বাকিলা বাজার পর্যন্ত সড়কের দু’পাশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পোস্টারগুলো অপসারণ করেন। একই সময় তিনি হাজীগঞ্জ বাজারের সড়কের দু’পাশের ফুটপাথ দখলমুক্ত করেন। অপসারণ কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (ট্রাফিক সার্জেট) রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক বেলাল হোসেন।
একই দিন দুপুর ১টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া উপজেলা চত্বর থেকে শুরু করে আলীগঞ্জ বাজার হয়ে হাজীগঞ্জ বাজার পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণসহ ফুটপাথ দখলমুক্ত করেন। একই সময় ফুটপাত আবার দখল না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসির নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ না করায় উপজেলা প্রশাসন নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করেছে।