হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাইজা খান (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের স্থানীয় দেশগাঁও নোয়া বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাইজা ওই বাড়ির জহিরুল ইসলাম খানের মেয়ে। এদিকে ফাইজার অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় ফাইজা। পরে নিখোঁজের প্রায় আধাঘন্টা পরে বাড়ির পুকুরের পানিতে ফাইজা ভেসে ওঠলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমি পরীক্ষা-নিরীক্ষা শেষে ফাইজাকে মৃত ঘোষণা করেন।
শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।