হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আদিল হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের দিঘিরপাড়ে এই দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির শাহিন সরকারের ছেলে।
জানা গেছে, এদিন সকালে খেলনা নিয়ে ঘরে খেলাধুলা করছিলো শিশু আদিল হোসেন। পরে পরিবারের অজান্তেই শিশুটি ঘর থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ নিখোঁজ হয়।
চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির খেলনা বাড়ির পুকুর পানিতে ভাসতে দেখে পরিবারসহ বাড়ির লোকজন আদিলকে খুঁজতে পানিতে নামে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন লিটু জানান, ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন সরকারের ছেলে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশু আদিল হোসেনের মৃত্যু হয়।

১৮ এপ্রিল, ২০২০।