হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৯ দিনে ৬ লাশ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এবার পুকুরের পানিতে ভেসে উঠলো রবিন নামের দুই বছরের এক শিশুর লাশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নে গন্ধ্যর্বপুর গ্রামের সাহেব বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির তাজুল ইসলামের ছোট ছেলে। এ নিয়ে ৯ দিনে উপজেলার বিভিন্ন স্থানে ৫ শিশুসহ ৬ জন পানিতে ডুবে মারা গেছে।
এর আগে ১০ সেপ্টেম্বর উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের দুলাল মিয়া বেপারী বাড়িতে পুকুরের পানিতে ডুবে মো. জাবেদ হোসেন নামের ২ বছর বয়সি এক শিশু মারা যায়। এছাড়াও গত ৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশু ও ১ নারীসহ চারজন মারা গেছে।
ইউপি প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ হীরা জানান, সকালে খেলতে গিয়ে পরিবারের অজান্তে রবিন পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মা কাজল বেগম জানান, তার তিন ছেলের মধ্যে রবিন সবার ছোট। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখি। এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে বলা হয়েছে।

১৭ সেপ্টেম্বর, ২০২১।