মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ অক্টোবর) বিকালে আটকদের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত শনিবার ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক এবং এদিন রাতেই হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আজিজ বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮৬ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৩৫০ জন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা (নং- ৩৪) দায়ের করেন।
এদিন (শনিবার) বিকালে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি (মিছিল) বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
র্যালিটি টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজারের দিকে যায়। এরপর হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হাজীগঞ্জ সেতুর সামনে গেলে যুবদলের কিছু উশৃঙ্খল কর্মী দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে যুবদলের ইট-পাটকেলের আঘাতে পুলিশের ৫ সদস্য এবং শর্টগানের গুলি ও টিয়ারশেলের আঘাতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে যুবদলের নেতবৃন্দ তাদের দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে চলে আসেন। এসময় পুলিশ কয়েকজনকে আটক করে।
পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড শর্টগানের গুলি ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ছুঁড়ে মারে।
তিনি বলেন, হামলার ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। এসময় তিনি জানান, তিনি ও পুলিশ পরিদর্শকসহ আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার মো. মোস্তাক আহমেদ, উপ-পরিদর্শক মো. মাসুদ মুন্সী ও কনস্টেবল আল-আমিন। তারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ আরো জানান, শনিবার পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে নামীয় আসামি ১৮৬ জন, আর অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২ জনকে আটক ও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
৩১ অক্টোবর, ২০২২।
