মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৫ হাজার ৯শ’ টাকা ও ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার আটক মাদক কারবারী মুকবুল হোসেন (২৬) ও কবির মজুমদার (২৪) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৪৩) দায়ের করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ মুকবুল ও কবিরকে আটক করেন থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল মমিন।
আটক মাদক কারবারী মুকবুল হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের ফকির বাড়ির মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং কবির মজুমদার পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মজুমদার বাড়ীর মো. মেন্দু মিয়ার ছেলে। তারা উভয় এলাকার চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মুকবুল হোসেনের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ৯শ’ টাকা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং কবির মজুমদারের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ টাকা ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করে পুলিশ।
পরে শনিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১) এর ১০ (ক) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়। মামলায় নগদ ১ লাখ ৭৫ হাজার ৯শ’ টাকা এবং ৩২ পিস ইয়াবা জব্দ তালিকায় দেখানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির নগদ টাকা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই থানায় মাদক বিক্রেতা ও সেবনকারী তথ্য প্রদানের আহবান জানান তিনি। তথ্য দাতার নাম গোপন রাখা হবে।
২৯ সেপ্টেম্বর, ২০১৯।