মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রাব্বি (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় রায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন এবং শিশু ও ধর্ষক কিশোরকে থানা হেফাজতে নিয়ে আসেন।
এর আগে গত ১৬ মে সন্ধ্যায় উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক রাব্বি ওই গ্রামের গিয়াস উদ্দিন বেপারী বাড়ির জাফর আহম্মদের ছেলে। রাব্বি এলাকায় টাইলস্ মিস্তিরর কাজ করেন। আর শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির অধ্যয়নরত ছাত্রী।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে তার মা মারা গেলে, বাবা আরেকটি বিয়ে করেন। শিশুটি বাড়িতে দাদী ও সৎ মায়ের কাছে থাকেন। বাবা কর্মসূত্রে ঢাকায় থাকেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে রাব্বি শিশুটিকে ধর্ষণ করে চলে যায়।
পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে দাদীকে অসুস্থতার কথা জানান। এরপর পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এবং শিশুটির কাছ থেকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে শিশুটির বাবাকে ঘটনাটি জানালে তিনি গ্রামের বাড়িতে এসে পুলিশকে জানান।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির মেডিকেল পরীক্ষা করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।