১০ মামলায় এ পর্যন্ত ৭৬ জন গ্রেফতার
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে গত ১৩ অক্টোবরের ঘটনায় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারণে বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক নেতা অমর মুন্সীকে (২৮) আটকের পর রোববার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে তাকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। অমর মুন্সী ওই ইউনিয়নের কাজিরখিল গ্রামের লোকমান মুন্সীর ছেলে।
এদিকে গত ১৩ অক্টোবর কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে হাজীগঞ্জে পূজামন্ডপ ভাঙচুর ও মন্দিরে হামলা এবং জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় ১০ মামলায় শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ৭৬ জনকে গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং অপর আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।
জানা গেছে, অমর মুন্সী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৩ অক্টোবর হাজীগঞ্জের পূজামন্ডপ ও মন্দির ভাঙচুরের ঘটনায় নিহতের পক্ষে ও প্রশাসনের বিপক্ষে গত শনিবার (৩০ অক্টোবর) একটি পোস্ট দেন। এই উস্কানিমূলক পোস্টের জেরে শনিবার রাতে তাকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। এরপর তার দেয়া পোস্টগুলো যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমান মজিব সংবাদকর্মীদের জানান, ২০১৯ সালে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের সরকারি চাকরি হয়ে যাওয়ার কারণে অমর মুন্সীকে নতুন করে সাংগঠনিক সম্পাদক পদে দেয়া হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলো।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহসান হাবীব জানান, সে যুবলীগের লোক হলে এভাবে সরকারের বিরুদ্ধে পোস্ট দেয় কিভাবে?
অমর মুন্সীকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আটক ব্যক্তির দেয়া পোস্টগুলো যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
০১ নভেম্বর, ২০২১।