মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে টেলিকনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করেছেন চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল রোববার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে তিনি এ খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৩-০ গোলে বিজয়ী হয় হাজীগঞ্জ পৌরসভা একাদশ। তাদের প্রতিদ্বন্দ্বী দল ছিলো হাটিলা পূর্ব ইউনিয়ন একাদশ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রভাষক জাহিদ হাসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, রিটন চন্দ্র সাহা, আলহাজ আবু বকর সিদ্দিক, কাজী দুলাল, আজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা বেগম, জোহরা বেগম, সচিব মুহাম্মদ নূর আজম বীন শরীফসহ সরকারি ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক সহস্রাধিক ফুটবলপ্রেমী দর্শক।
০৯ সেপ্টেম্বর, ২০১৯।