প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে হাজীগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর চাঁদপুর জেলা শাখা।
আনন্দ মিছিলে উপজেলার কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার বিকালে আনন্দ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) প্রদক্ষিণ করে পূণরায় পশ্চিম বাজারস্থ বিশ^রোডে গিয়ে শেষ হয়।
সরকার কর্তৃক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ঘোষণা করায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি উপজেলার শাখার সভাপতি ও ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে এই আনন্দ মিছিল করা হয়।
এছাড়া বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর জেলা সভাপতি অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চাঁদপুরে জেলা শাখার উদ্যোগে হাজীগঞ্জে আনন্দ মিছিল করা হয়। এ সময় জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি উপজেলার শাখার আনন্দ মিছিলে অংশগ্রহণ করে অধ্যক্ষ আনোয়ার হোসেনের নেতৃত্বে নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, অধ্যক্ষ মনির হোসেনের নেতৃত্বে কাকৈরতলা জনতা কলেজ, অধ্যক্ষ আযহারুল কবিরের নেতৃত্বে দেশগাঁও ডিগ্রি কলেজ, অধ্যাপক স্বপন কুমার পালের নেতৃত্বে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, সহকারী অধ্যাপক এবারেত উল্যাহ্ মানিকের নেতৃত্বে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ এবং সহকারী অধ্যাপক মিহির চক্রবর্তীর নেতৃত্বে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ।