স্টাফ রিপোর্টার :
‘মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট, শিক্ষকদের পেশাগতমান ও দক্ষতা নিশ্চতকরণে’ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন হাজীগঞ্জ উপজেলার কমিটি গঠন ও মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের কেন্দ্রিয় আহ্বায়ক পীরজাদা মাও. মো. মাহফুজ উল্যাহ খান ইউসুফী।
বাকিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আহসান উল্যা মজুমদারের সভাপতিত্বে ও মাও. সফিকুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আহ্বায়ক মাও. আনম ফখরুল ইসলাম মাসুম, সদস্য মাও. মো. মহিউদ্দিন জাফরী, মাও. মো. জিল্লুর রহমান, মাও. হারুনুর রশিদ, হেদায়েত উল্যাহ, নাছির উদ্দিন, মো. মাইনুদ্দিন, মনিরুজ্জামান, মো আবুল হাসনাত প্রমুখ।
শেষে সবার মতামতের ভিত্তিতে মাও. জিল্লুর রহমানকে আহ্বায়ক ও মাও. হেদায়েত উল্যাকে সদস্য সচিব করে হাজীগঞ্জ উপজেলায় ৬ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের কেন্দ্রিয় আহ্বায়ক পীরজাদা মাও. মো. মাহফুজ উল্যা খান ইউসুফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।