হাজীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের সভা

 

হাজীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এমএ মতিন। -ইলশেপাড়

তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : এমএ মতিন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজীগঞ্জে মিলাদ, মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ এমএ মতিন।
তিনি তার বক্তব্যে বলেন, দলীয় রাজনীতিতে নেতৃত্বের লড়াই থাকবে। তাই বলে দলে বিভেদ সৃষ্টি করা যাবে না। যারা দলীয় রাজনীতিতে বিভেদ সৃষ্টি করবে, তাদের পেছনে এক সময় মানুষ থাকবে না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বিরোধী দলের উপর প্রশাসনের মাধ্যমে নির্যাতন চালাচ্ছে। তারা সভা, সমাবেশসহ বিএনপির সব দলীয় কার্যক্রম পালনে অনুমতি দিচ্ছে না। এটি হচ্ছে সরকারের অপশাসন। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় না। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, জোর করে ক্ষমতায় থাকা যায় না। তাদের তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মৃধা, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আউয়াল সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহম্মেদ সিদ্দিকীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হান্নান তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিপন সরকার, ফরহাদ হোসেন মামুন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন রুমান হোসেন হৃদয়।
এ সময় পৌর যুবদলের সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্র নেতা মো. সুমন চৌধুরী, পৌর ছাত্রনেতা মাইনুল হোসাঈন, রায়হান, মো. রোমান মিজি, রইফুল ইসলাম জিলানী, রনি পাটওয়ারী, রুবেল, সিদ্দিক, সেকান্দার ও শুভসহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।