
প্রত্যেক গৃহহীনকে আশ্রয়নের ব্যবস্থা করা হবে
….মেজর অব. রফিক এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা, কালচোঁ দক্ষিণ ও উত্তর এবং সদর ইউনিয়নের সরকারি বরাদ্দে নির্মিত ঘর উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল শনিবার বিকালে তিনি ওই ইউনিয়নগুলোর কয়েকটি গৃহহীন পরিবারের মাঝে নির্মিত ঘরের প্রতিকি চাবি হস্তান্তরের মাধ্যমে নির্মিত ঘরের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে এবং দেশ ও জাতির চাহিদা অনুযায়ী একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে উন্নীতকরণে তিনি কাজ করছেন। যার সুফল ইতোমধ্যে আমরা ভোগ করছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের কোন গৃহহীন পরিবার গৃহহীন থাকবে না। তাদের প্রত্যেকের আশ্রয়নের ব্যবস্থা করা হবে। তোমধ্যে যাদের ভূমি আছে কিন্তু ঘর নেই, তাদের সরকারি অর্থে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। যা এখনো চলমান রয়েছে। ভবিষ্যতে যাদের ভূমি নেই, তাদেরও ভূমি এবং ঘর করে দেয়া হবে। আগে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, ভবিষ্যতেও হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীরের সভাপতিত্বে স্ব-স্ব ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এ ঘরগুলো প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মির্জা শিউলি পারবিন মিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক হাজি জসিম, ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল হাদী ও জাকির হোসেন লিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, উপজেলা ও স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২২ সেপ্টেম্বর, ২০১৯।